নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিনিয়োগ টানতে স্পেন সফরে গিয়েছিলেন। বিভিন্ন ক্ষেত্রে লগ্নির বার্তা নিয়ে স্পেন ও পরে দুবাই সফর করেন তিনি। শনিবার মমতা কলকাতায় ফিরেছেন। এর মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর তিনি বাতিল করেছেন।
আমেরিকায় একটি সাহিত্য উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন সিভি আনন্দ বোস। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ওয়াশিংটনে এই ওয়ার্ল্ড কালচার ফেস্টিভাল চলবে। সেখানে আমন্ত্রণ পেলেও শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল করেছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে বলা হয়েছে, ডেঙ্গি পরিস্থিতি ও রাজ্যের আর্থিক অবস্থা মাথায় রেখেই শেষমেশ রাজ্যপাল বিদেশ সফর বাতিল করেন।
রাজভবন সূত্রে জানা গিয়েছে, আয়োজক সংস্থা সিভি আনন্দ বোসের খরচ বহন করতে চেয়েছিল। কিন্তু সাংবিধানিক পদে থাকার জন্য তিনি তা গ্রহণ করতে পারবেন না। রাজ্যের রাজকোষ থেকেই আমেরিকা সফরের খরচ বহন করতে হবে। কিন্তু রাজ্যের আর্থিক অবস্থার কারণে রাজ্যপাল সফর বাতিল করেন। পাশাপাশি ডেঙ্গি নিয়েও উদ্বেগ রয়েছে। রাজ্যে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এইসব কারণেই সফর বাতিল করেন বলে জানানো হচ্ছে।
রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য। তাই শিক্ষার উন্নতিতে এই সফরের মধ্যে আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আলোচনার কথা ছিল। সফর বাতিল হওয়ায় সামনাসামনি কথা হবে না। সেক্ষেত্রে অনলাইনেই কথাবার্তা চালানো হবে বলে জানা গিয়েছে। বিদেশ যাওয়ার কথা থাকায় সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যপাল বৈঠক করেছিলেন।