নিউজ ডেস্ক: তথ্য গোপন করা হচ্ছে লিপ্স অ্যান্ড বাউন্ডস
মামলায় ইডির তদন্তে এবার সন্দেহ প্রকাশ করল আদালত। বিচারপতি অমৃতা সিনহা সোমবার এই
মামলায় ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করলেন। তাঁর মতে এই তদন্তের নিট ফল শুন্য। আদালতের
মতে এই সংস্থা ও সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে বিশদে তথ্য জমা দিতে পারেনি
তদন্তকারী সংস্থা। তাই আরও তথ্য জমা দিতে নির্দেশ দিলেন বিচারক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ সেপ্টেম্বর
এই মামলার পরবর্তী শুনানি তাঁর মধ্যেই এই তথ্য জমা দিতে হবে ইডিকে।
লিপ্স অ্যান্ড বাউন্ডসের সিইও এবং ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ ইডিকে জমা দিতে বলেছিল হাইকোর্ট। সেই মত ইডি আদালতে তা জমা দেয়। ইডির দেওয়া বিবরণ নিয়ে সোমবার ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তদন্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি ইডির উদ্দেশে বলেন, ‘‘কচ্ছপের গতিতে এ ভাবে আর কত দিন তদন্ত চলবে। টানেলের শেষে কবে পৌঁছবে? সমস্ত নথি তথ্য প্রমাণ নষ্ট হওয়ার জন্য অপেক্ষা করছেন।’’
প্রসঙ্গত লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায়
আগেই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।অসন্তোষ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ সুকান্ত
মজুমদারের মত বঙ্গ বিজেপির প্রথম সারির অনেকেই। এই পরিস্থিতিতে সেটিং তত্ব নিয়ে তৃণমূল
বিজেপি উভয় শিবিরকে নিশানা করেছে বাম কংগ্রেস। অন্যদিকে তদন্ত করতে গিয়ে অসুবিধের সম্মুখীন
হতে হচ্ছে বলে আদালতে জানায় ইডি। কলকাতা পুলিশ লিপ্স অ্যান্ড বাউন্ডসের ফাইল সংক্রান্ত
মামলায় হয়রান করেছে অভিযোগ করে গ্রেফতারি এড়াতে আদালতে রক্ষাকবচ চায় ইডি। হাইপ্রোফাইল
মামলায় এধরণের সমস্যা তৈরি হওয়া নতুন নয়। এক্ষেত্রে ইডির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে
ওয়াকিবহাল মহল।