নিউজ ডেস্ক: আচমকা স্বাস্থ্য ভবন অভিযান করলেন বিরোধী
দলনেতা শুভেন্দু অধিকারী। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্য
ভবনে গিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার দাবি তোলে বিজেপি বিধায়কদল। কিন্তু তাঁদের
স্বাস্থ্য ভবনে ঢুকতেই দিল না পুলিশ। ক্ষোভে স্বাস্থ্য ভবনের প্রবেশ দ্বার ঝাঁকিয়ে
বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা।
এদিন স্বাস্থ্য ভবনে বাধা দিলে পুলিশের
সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিরোধী নেতাদের। পুলিশকে কটাক্ষ করে শুভেন্দু বলেন,
“বাড়িতে গেলে ঝাঁটা খাবেন। বাবা, মা, স্ত্রী গায়ে থুতু দেবে। বিজেপি সরকারে এলে আপনাদের
তখনও কাজ করতে হবে। সেটা মাথায় রেখে কাজ করবেন”। প্রসঙ্গত রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি
কোভিডের আকার নিতে চলেছে অভিযোগ করেন শুভেন্দু।
তিনি দলবল নিয়ে স্বাস্থ্য ভবনে ঢুকতে গেলে
আটকানো হয়। মহিলা পুলিশ প্রতিবাদীদের দিকে লেলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। শংকর
ঘোষ, শুভেন্দুরা এর প্রতিবাদ জানান। পুলিশের সঙ্গে বচসা হয় তাদের। পুলিশ তাদের আটক
করার কথা বললে শুভেন্দু নিজে প্রিজন ভ্যানের কাছে চলে যান। তবে তাকে এবং তাঁর সঙ্গীদের
প্রিজন ভ্যানে তোলা হয়নি।