নিউজ ডেস্ক: মেয়েদের সেইলিং ইভেন্টে রুপো জিতলেন ভারতের নেহা ঠাকুর। ধারাবাহিকভাবে
ভালো খেলে দেশকে পদক এনে দিলেন তিনি। এশিয়ান গেমসে চতুর্থ
রুপো এল ভারতে। এখনও পর্যন্ত ১২টি পদক জয়। রোয়িংয়ের পর এবার সেইলিংয়ে রুপো জিতল
ভারত।
অন্য দিকে, মঙ্গলবার শুটিংয়ে ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল ভারতের কাছে। ১০
মিটার এয়ার রাইফেলে দিব্যাংশ পানওয়ার এবং রণিতা লড়ছিলেন ব্রোঞ্জের জন্য। কিন্তু
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হারতে হয় তাদের। শুরু ৯-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত।
কিন্তু পরে ম্যাচে ফিরে আসেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা। এই খেলার নিয়ম অনুযায়ী
যে দল আগে ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে সে জিতবে। কিন্তু ভারত এবং দক্ষিণ কোরিয়াকে
১৯-১৯ পর্যন্ত আলাদা করা যায়নি। তার পর জিতে ব্রোঞ্জ পেয়ে যায় দক্ষিণ কোরিয়া।
জিমন্যাস্টিকের ক্ষেত্রেও ২৫ সেপ্টেম্বর সাব ডিভিশন
৩-এ সেরা আটের মধ্য থেকে ষষ্ঠ স্থানে ভল্টের ফাইনালে জায়গা করে নেন বাংলার মেয়ে প্রণতি
নায়েক। এশিয়ান গেমসের মঞ্চে বাংলার মেয়েদের জয়জয়কার।