নিউজ ডেস্ক: ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক সংঘাত চরমে পৌঁছেছে। এই আবহে সম্প্রতি ৪৩ জন জঙ্গির একটি তালিকা প্রকাশ করে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(NIA)। যাদের মধ্যে অধিকাংশই কানাডায় আশ্রিত শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য।
এবার এনআইএ-তে তৈরি করা হল সাতটি নতুন পদ। ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন একটি সহকারী ডিরেক্টর জেনারেল(ADG) সহ ৬টি ইনস্পেক্টর জেনারেল(IG) পদ তৈরি করা হয়েছে। পদগুলিতে নিযুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের।
সম্প্রতি, ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতার হত্যার জন্য ভারতীয় এজেন্টদের দায়ী করে কানাডা। এমনকি এই অভিযোগে সেদেশে নিযুক্ত এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কারও করে জাস্টিন ট্র্যুডোর সরকার। আর এরপরই চরমে পৌঁছায় দু’দেশের কূটনৈতিক সংঘাত। জবাবে, কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করে নয়াদিল্লি।
ভারতের অভিযোগ এদেশে নিষিদ্ধ জঙ্গিদের আশ্রয় দিয়েছে কানাডা প্রশাসন। এরপরই বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তার বিরুদ্ধে তৎপর হয়ে ওঠে এনআইএ। ট্র্যুডোর বিতর্কিত মন্তব্যের পরই ছবি সহ ৪৩ জন নিষিদ্ধ জঙ্গির নামের তালিকা প্রকাশ করে তারা।
শুধু তাই নয়, বর্তমানে মার্কিন প্রবাসী শিখ বিচ্ছিন্নতাবাদী গুরপাতওয়ান্ত সিং পান্নুনের ভারতে স্থিত দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করে এনআইএ। উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান হিন্দুদের দেশ ছেড়ে ভারতে ফিরে যাওয়ার হুমকি দিয়েছিলেন এই পান্নুনই। এছাড়া গত মার্চে সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলা চালানোর অভিযোগে আরও ১৯ জন বিচ্ছিন্নতাবাদীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।