নিউজ ডেস্ক: জাত-পাত ধর্মের বেড়াজাল ভেঙে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে ফেব্রুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। বিয়ের কিছুদিন পরেই ঘোষণা করেন মা হতে চলেছেন তিনি। গর্ভাবস্থার ছবিও ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছিলেন তিনি। এবার তাঁদের কোল আলো করে এল ফুটফুটে এক কন্যা। ২৩ সেপ্টেম্বর, শনিবার জন্ম হয় এই দম্পতির মেয়ের।
সোমবার ইনস্টাগ্রামে মেয়েকে কোলে নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেন স্বরা। সেই সঙ্গেই দিলেন সুখবর। ওই পোস্টেই মেয়ের নাম প্রকাশ করলেন তিনি। মেয়ের সঙ্গে মিষ্টি মুহূর্তগুলো ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘দোয়া কবুল হল, আর্শীবাদ মিলল, একটা গান গুনগুন করছে একটা রহস্যাবৃত সত্য, আমাদের কন্যা সন্তান রাবিয়ার জন্ম হয়েছে ২৩ শে সেপ্টেম্বর। আমরা কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ এতো ভালোবাসার জন্য, মনে হচ্ছে এই জগতটা একদম নতুন’।
সুফি সাধক রাবিয়া বাসরির নামানুসারে তাঁদের একরত্তি মেয়ের নাম রেখেছেন দম্পতি স্বরা আর ফাহাদ। রাবিয়া মূলত আরবি শব্দ। আরবি ভাষায় রাবিয়ার অর্থ হল বসন্ত, রানি বোঝাতেও এই শব্দের ব্যবহার হয়। মা হওয়ার কথা শেয়ার করার পর থেকেই শুভেচ্ছা বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। নীনা গুপ্তা, মহম্মদ জিশান আয়ুব, টিসকা চোপড়া, গুণিত মঙ্গারা শুভেচ্ছা জানিয়েছেন নতুন মা স্বরাকে। আবার অনেকে কটাক্ষ করতেও ছাড়েননি। ২০২০ সালের প্রতিবাদ মঞ্চ বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। থেকে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন স্বরা, সেই দাবি তুলে বিদ্রুপ করেছেন অনেকে।