নিউজ ডেস্ক: ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কের সংঘাত অব্যাহত। এই আবহে ‘ওয়ান্টেড’ শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা করণবীর সিংয়ের বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী বাব্বর খালসা ইন্টারন্যাশনাল-এর এই সদস্য বর্তমানে পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে বলে খবর গোয়েন্দা সূত্রে।
ইন্টারপোলের পোর্টাল অনুযায়ী, ৩৮ বছর বয়সী করণবীর পাঞ্জাবের কপুরথলা জেলার বাসিন্দা। অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন সম্পর্কিত অপরাধ, সন্ত্রাসী হামলার জন্য আর্থিক তহবিল সংগ্রহ সহ একাধিক দেশবিরোধী অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ভারতীয় তদন্তকারী সংস্থার খোঁজের তালিকায় ছিল সে। পাকিস্তানে তার আত্মগোপনের খবর পাওয়া মাত্রই রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল।
এদিকে, ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তার বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে এনআইএ। ট্র্যুডোর বিতর্কিত মন্তব্যের পরই ছবি সহ ৪৩ জন নিষিদ্ধ জঙ্গির নামের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সাতটি নতুন পদ তৈরি করল এনআইএ। ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার এই সিদ্ধান্তে অনুমোদনও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
প্রসঙ্গত, উপযুক্ত তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নির্জ্জরের হত্যার জন্য ভারতকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডো। অথচ কানাডার মাটিতে নিষিদ্ধ এই বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন প্রকাশ্যে ভারতবিরোধী কার্যকলাপ চালালেও, তাদের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নেয়নি কানাডা। এমনকি, সেদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা সত্ত্বেও কার্যত নিজের অবস্থানেই বহাল রয়েছেন ট্র্যুডো।