নিউজ ডেস্ক: সাত দিন ধরে লড়াই চলছিল। কিন্তু মৃত্যুর কাছে হার মানলেন সিরাজুল মোল্লা। নিজের জমি রক্ষা করতে গিয়ে প্রাণ দিতে হল বসিরহাটের এই যুবককে।
বসিরহাট ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর চড়পাড়া এলাকার বাসিন্দা সিরাজুল মোল্লা। সেখানে তাঁর একটি জমি রয়েছে। সেই জমি দখল করার চেষ্টা চলছিল বলে অভিযোগ। ওই জমিতে কে বা কারা তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দেয়। এর প্রতিবাদ জানান সিরাজুল। তিনি ওই পতাকা খুলতে যান। সিরাজুলের পরিবারের দাবি এরপরই তাঁকে মারধর করা হয়। ১৯ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। সিরাজুল মোল্লাকে গুরুতর জখম অবস্থায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে মধ্যমগ্রামের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ওই নার্সিংহোমেই মঙ্গলবার সিরাজুলের মৃত্যু হয়েছে।
সিরাজুলের মা নুরুন্নাহার খাচুন ঢালি বলেন, “তৃণমূলের একটা গোষ্ঠী আমার নিজের জমি জোর করে দখল করে পতাকা লাগিয়ে দেয়। সেখানে পার্টি অফিস করার চেষ্টা করছিল। আমার ছেলে প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে। আবাস যোজনার টাকায় সেখানে বাড়ি তৈরির পরিকল্পনা ছিল”। মৃতের মা জানান, তারাও তৃণমূল কংগ্রেস সমর্থক। ৩২ বছর বয়সী সিরাজুলের স্ত্রী শাহনাজ বিবি বলেন, “ আমাদের একটা এক বছরের কন্যা রয়েছে। সরকারি ঘর আৎ হল না। যারা স্বামীকে খুন করল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই”। ঘটনার তদন্ত করছে বসিরহাট থানার পুলিশ। সত্যিই জমি দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টা নাকি পুরনো শত্রুতার জের তা পুলিশ খতিয়ে দেখছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।