নিউজ ডেস্ক: ফের খুশির খবর বিনোদন জগতে। করোনা অতিমারির পর ফের বসতে চলেছে ভারতে বিনোদন জগতের সর্বোচ্চ পুরস্কার বিতরণীর অনুষ্ঠান। এই বার সেই অনুষ্ঠানে সম্মানিত হতে চলেছেন এক কিংবদন্তী শিল্পী। পদ্মভূষণ-পদ্মশ্রীর পর এবার দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন ওয়াহিদা রহমান। তাঁর অভিনয় দক্ষতার কথা নতুন করে বলার প্রয়োজন নেই। বিগত কয়েক যুগ ধরে ভারতীয় অভিনয় জগত তাঁর প্রতিভার নিদর্শন দেখেছেন। অভিনয়ের মাধ্যমে অসাধারণ সৃষ্টির জন্য পেয়েছেন পদ্মভূষণ-পদ্মশ্রী সম্মানও।
এবার তাঁর মুকুটে আসতে চলেছে নয়া পলক। ২০২১ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পাবেন কিংবদন্তী শিল্পী ওয়াহিদা রহমান। বর্ষীয়ান এই অভিনেত্রীর বয়স ৮৫ বছর। অভিনয় জগতে কয়েক যুগ পার করে ফেলেছেন তিনি। এতদিন পর অভিনেত্রী হিসেবে তিনি পেতে চলেছেন ভারতীয় সিনে দুনিয়ার সর্বোচ্চ পুরস্কার। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণা করেন। তিনি লেখেন যে, ‘ওয়াহিদা রহমানজিকে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসাধারণ অবদানের জন্য এই বছর মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে।’
প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী ওয়াহিদা রহমান। তাঁর অভিনয় শুধু দর্শকদের পছন্দ ছিল তাই নয়, সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয়েছে। তাঁর ছবিগুলির মধ্যে বিশিষ্ট কিছু ছবির মধ্যে অন্যতম ‘প্য়ায়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘চৌধাভি কা চাঁদ’, ‘সাহেব বিবি অউর গুলাম’, ‘গাইড’, ‘খামোশি’-সহ আরো অন্যান্য। শীঘ্রই ভারতীয় সিনেমার অস্কার পেতে চলেছেন তিনি।