নিউজ ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। মুম্বই পুলিশ এবার রানার বিরুদ্ধে চার্জশিট দাখিল করল। সোমবার ৪০০ পাতার চার্জশিট পুলিশ বিশেষ আদালতে জমা দেয়। হাড়হিম করা সন্ত্রাসের অন্যতম ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলেই মুম্বই পুলিশের দাবি। তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে হাতে চায় ভারত। রানা বর্তমানে আমেরিকার জেলে রয়েছে। ওই ষড়যন্ত্রকারীকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। জো বাইডেন সরকার সম্প্রতি এজন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। যদিও রানার আইনজীবী প্রত্যর্পণ আটকাতে লড়াই চালিয়ে যাচ্ছে। মুম্বই পুলিশের চার্জশিটের ফলে প্রত্যর্পণ প্রক্রিয়া গতি পাবে বলে মনে করা হচ্ছে।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা চালায় দশ জঙ্গি। একাধিক জায়গায় হামলা চালানো হয়েছিল। ওই হামলার সঙ্গে যুক্ত ডেভিড কোলম্যান হেডলির বন্ধু তাহাউর রানা। সে সব পরিকল্পনার কথা জানতে বলেই পুলিশের দাবি। এমনকী সে হেডলিকে সাহায্যও করেছিল।