নিউজ ডেস্ক: সত্যিই কপিল নেব নাকি তাঁর মতো দেখতে অন্য কেউ? যার হাত পিছন দিকে দড়ি দিয়ে বাঁধা। মুখও বাঁধা রয়েছে কাপড় দিয়ে। দু’জন অপরিচিত লোক কার্যত জোর করে টানতে টানতে তাঁকে একটি ঘরের দিকে নিয়ে যাচ্ছে। এরকমই একটি ভিডিও পোস্ট করেছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। সেখানেই তিনি জানতে চান, কপিল দেবকে অপহরণ করা হয়েছে কিনা?
ভিডিওতে দেখা যাচ্ছে, নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি পিছনের দিকে তাকাচ্ছেন। পূর্ব দিল্লির বিজেপি সাংসদ ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন করেছেন, “এই ভিডিও কি আর কেউ পেয়েছেন? আশা করছি ভিডিওর ব্যক্তি কপিল নন। আশা করছি কপিল পাজি সুস্থ আছেন”।
বিষয়টি খোলসা করেছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের ম্যানেজার রাজেশ পুরী। তিনি জানিয়েছেন, কপিল দেব সুস্থ আছেন এবং একটি বিজ্ঞাপনে ওভাবেই অভিনয় করেছেন। পরে আরও স্পষ্ট হয়েছে বিষয়টি। ভারতে আগামী বিশ্বকাপের প্রোমোর অংশ ওই ভিডিও। সেখানেই অভিনয় করেছেন কপিল দেব।
Tags: NULL