নিউজ ডেস্ক: একফ্রেমে দুই ভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতা! অভিনেতার প্রশংসা ছাড়াও নিজেই করছেন নতুন ছবির প্রচারও। তাঁদের এমন ছবি দেখে অবাক নেটিজেনরা। মঙ্গলবার সকাল সকাল সোশ্য়াল মিডিয়ায় দেবের সঙ্গে ছবি পোস্ট করেন মায়ানগরীর অন্যতম বিখ্যাত অভিনেতা অনুপম খের। এক সোফায় বলিউডের অভিনেতা ও সাংসদ দেবকে দেখে নানান রকম প্রশ্ন ধেয়ে আসতে থাকে। শুধুই কি আলাপচারিতা নাকি এই ছবির নেপথ্যে রয়েছে অন্য গল্প। এমন প্রশ্নই উঠে আসছে।
যদিও অনুপম খের ফেসবুকে দেবের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন,’ আমার অন্যতম প্রিয় বাংলার অভিনেতা। কলকাতা বিমানবন্দরে দেখা হল দেবের সঙ্গে। ওর আসন্ন ছবি ‘বাঘা যতীন’-এর জন্য রইল অনেক শুভেচ্ছা। এই ছবিটা হিন্দিতেও মুক্তি পাবে।’ অনুপমের থেকে শুভেচ্ছা পেয়ে দেব আনন্দিত তা বোঝা যাচ্ছে তাঁর হাসি দেখেই। প্রসঙ্গত, চলতি বছর অক্টোবর মাসেই মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ছবি বাঘা যতীন।
বলিউডে পাড়ি জমানোর চেষ্টায় রয়েছেন বাংলা সিনে জগতের বহু তারকারাই। তবে দেশের মানুষের কাছে বাংলা ইন্ডাস্ট্রির ছবি তুলে ধরতে চেষ্টা করছেন দেব-জিৎরা। জিতের পদাঙ্ক অনুসরন করেই হিন্দিতেও মুক্তি পেতে চলেছে বাঘা যতীন। ২০ অক্টোবর হিন্দিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগে অনুপম খেরের থেকে প্রশংসা পেয়ে খুশি তিনি।