নিউজ ডেস্ক: একটি সোনা ও একটি রুপো দিয়ে শুরু হল এশিয়ান গেমসে ভারতের চতুর্থ দিনের সফর। মহিলাদের দলগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন মনু ভাকের, এষা সিং এবং রিদম সাংওয়ান। অন্যদিকে, মহিলাদের দলগত ৫০ মিটার শ্যুটিং ইভেন্টে রুপো জিতলেন আশি চোক্সী, মানিনী কৌশিক এবং সিফট কউর সামরা। সেইসঙ্গে, মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতলেন সিফট কউর সামরা। সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ৫টি সোনা এল ভারতের ঘরে।
২৫ মিটার পিস্তল প্রতিযোগিতা র্যাপিড ও প্রিসিশন বিভাগে খেলা হয়। এদিন ভারতের তিন প্রতিযোগী মিলে প্রথম রাউন্ডে র্যাপিডে মোট স্কোর করেন ২৯৫। দ্বিতীয় রাউন্ডেও ২৯৫ স্কোর করে ভারত। তৃতীয় রাউন্ডে স্কোর হয় ২৯৩। প্রিসিশন বিভাগে প্রথম রাউন্ডে ভারতের স্কোর ২৯২। দ্বিতীয় রাউন্ডে স্কোর ২৯০। তৃতীয় রাউন্ডে স্কোর ২৯৪। সব মিলিয়ে ১৭৫৯.০ স্কোর করেন মনু, এষা ও রিদম। ভারতের হয়ে চতুর্থ সোনা জেতেন তাঁরা। অন্যদিকে, ১৭৫৬.০ পয়েন্ট করে রুপো পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে চিন।
৫০ মিটার শ্যুটিং ইভেন্টে অবশ্য ভারতকে টেক্কা দিয়ে প্রথম স্থান নিয়েছে চিন। এই ইভেন্টে ৩ পজিশনসে মোট দুটি রাউন্ডে হয় প্রতিযোগিতা। এদিন ভারতের তিন প্রতিযোগী প্রথম রাউন্ডে নিলিংয়ে মোট ২৯২, প্রোনে মোট ২৯৭ ও স্ট্যান্ডিংয়ে মোট ২৯২ স্কোর করেন। দ্বিতীয় রাউন্ডে তাঁরা নিলিংয়ে মোট ২৯০, প্রোনে মোট ৩০০ ও স্ট্যান্ডিংয়ে মোট ২৯৩ স্কোর করেন। সব মিলিয়ে ১৭৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এদিনের প্রতিযোগিতা শেষ করেন তাঁরা। ৯ পয়েন্ট বেশি পেয়ে সোনা জেতে চিন।