নিউজ ডেস্ক: এক কথায় গুগলের জন্মদিন। ২৫তম জন্মদিন।
আজ থেকে ঠিক ২৫ বছর আগেই যাত্রা শুরু হয়েছিল গুগলের। জন্মদিনে ডুড্লের সাহায্যে রজত
জয়ন্তী পালন করল গুগল। এদিন ২৫ বর্ষপূর্তি উপলক্ষে গুগল তাদের ব্লগে জানায়, “আজ ডুডল গুগলের ২৫তম বর্ষপূর্তি
উদযাপন করা হচ্ছে। ১৯৯৮ সাল থেকে থেকে
অনেক পরিবর্তন হয়েছে। এমনকি আজ যে ডুডল দেখছেন তার লোগোও বদলেছে। কিন্তু লক্ষ্য
একই রয়ে গেছে।”
গুগল বলে, “আমাদের লক্ষ্য বিশ্বের তথ্য সংগঠিত করা এবং সেটি সার্বজনীনভাবে
উপযোগী করে তোলা। বিগত ২৫ বছর ধরে আমাদের
সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আপানাদের ধন্যবাদ। ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যায় তা
দেখার অপেক্ষায় রয়েছি।”
বর্তমানে গুগলের সিইও রয়েছেন ভারতীয়
বংশোদ্ভূত সুন্দর পিচাই। ২৫ বছর উপলক্ষে গুগলের
লোগোতেও চমক দেখতে পারবেন। সাধারণত গুগল ডুডলের লোগোতে ইংরাজিতে ‘GOOGLE’ লেখা থাকে। কিন্তু সিলভার জুবিলি উপলক্ষে ডুডলের লোগো করা
হয়েছে ‘G25gle’। যা কোম্পানির ২৫ তম বর্ষপূর্তি প্রতিফলিত করে।