নিউজ ডেস্ক: মেঘলা আকাশ সরে রোদ উঠেছে। বেড়েছে তাপমাত্রাও। বাতাসে জলীয় বাষ্প থাকায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না বললেই চলে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
তবে এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে শনিবার। সপ্তাহান্তে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। কলকাতার রাস্তাও ওই দু’দিন বৃষ্টিতে ভিজবে। উপকূলের জেলাগুলিতে হাল্কা ঝোড়ো হাওয়া বইবে। ফলে পুজোর মুখে কেনাকাটায় বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ৩০ সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে এখটি নিম্নচাপ তৈরি হতে পারে। এরই সঙ্গে ২৯-৩০ সেপ্টেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছে। তবে বাংলাতে এখন বর্ষা থাকছে।