নিউজ ডেস্ক: পাঠানে টাইগারের দর্শন মিলেছে আগেই। তারপরেই জানা গিয়েছিল টাইগার ৩-এও দেখা যাবে পাঠানের ক্যামিও রোল। সেই থেকেই পর্দার করণ-অর্জুনকে একসঙ্গে দেখতে উদগ্রীব আম জনতা। দুই খানের অনুরাগীরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন টাইগার ৩ মুক্তি পাওয়ার। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার প্রকাশ্যে এল সলমন খানের টাইগার ৩এর টিজার। সেই সঙ্গে প্রকাশ পেয়েছে মুক্তির তারিখও। যশ চোপড়ার জন্মবার্ষিকীর দিন প্রকাশ্যে এল সেই টিজার।
টিজারের শুরুতে সলমনকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। ২০ বছর নিজের সবকিছু ভারতকে রক্ষা করতে লাগিয়ে দিয়েছি। বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার গদ্দার। দেশের সঙ্গে গদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, গদ্দার না দেশভক্ত? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’
যশ রাজ ফ্লিমসের স্পাই ইউনিভার্সের সূত্রপাতই হয়েছিল টাইগার ছবির মাধ্যমে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল এক থা টাইগার। বক্স অফিসে তুমুল জনপ্রিয় হয়েছিল সেই ছবি। তারপর আসে ২০১৭ সালে টাইগার জিন্দা হ্যায়। এবার ২০২৩ সালে আসতে চলেছে টাইগার ৩। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ১০ নভেম্বর মুক্তি পাবে। পরিচালনা করছেন মণীশ শর্মা। অভিনয় করেছেন সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি। এই প্রথম কোনো খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইমরান হাসমিকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে পাঠান রূপে শাহরুখ খানকে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে যশরাজের তরফে শুরু হতে চলেছে টাইগার ভার্সেস পাঠান সিনেমার শুটিংও।