নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও
হাসপাতালে রক্তের দালাল চক্র! পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। জানা গিয়েছে মোটা
টাকার বিনিময় রোগীর পরিবারের অসলতার মুখে রক্তের বেআইনি কারবার চালাচ্ছিল এক ব্যক্তি।
চূড়ান্ত হেনস্থা করা হয় রোগীর
পরিবারকে। রক্তের জন্য রোগী পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে
ছয় হাজার টাকা দাবি করে অভিযুক্ত। পরিজনকে বাঁচাতে মরিয়া
রোগী পরিবার সেই অর্থ মিটিয়ে অভিযুক্তের কাছ থেকে সরকারি ব্লাড ব্যাংকের ওই রক্ত
নেয়। এরপরই বিষয়টি জানাজানি হয়। তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল
কলেজে হাসপাতালে ব্লাড ব্যাংকের তরফে খবর দেওয়া হয় মেডিকেল ফাঁড়ি পুলিশকে।
মেডিকেল ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে ওই অভিযুক্তকে
গ্রেফতার করে।