নিউজ ডেস্ক: নিজের ফ্ল্যাটের মধ্যে হাতের শিরা কাটা অবস্থায় মহিলার দেহ উদ্ধার।
ফ্ল্যাটের সীমানা ছাড়িয়ে সিঁড়ির কাছে চাপ চাপ রক্ত। খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ।
প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় এয়ারপোট থানার পুলিশ।
কারণ এর আগে পাশের বাগুইআটি থানার বৃদ্ধা ও দমদম থানার বৃদ্ধের রহস্যমৃত্যু ঘটনা একইভাবে
আত্মহত্যা মনে হলেও পরে খুনের ঘটনা হিসেবে পুলিশের তদন্তে উঠে আসে।
বুধবার এয়ারপোর্ট থানার পুলিশের কাছে খবর আসে কৈখালীর সংহতি পার্ক এলাকার
একটি বাড়ির ভেতর থেকে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়
এয়ারপোর্ট থানার পুলিশ। একটি ফ্ল্যাটের ভেতর থেকে বেরিয়ে আসে রক্ত দেখে
ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেয় পুলিশ আধিকারিকরা। ধাক্কা দিতেই খুলে যায় ফ্ল্যাটের
দরজা। ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখতে পায় বাথরুমের ভেতরে নগ্ন অবস্থায় পড়ে আছে
মধ্যবয়সী রানী সুরানা নামে ওই মহিলা।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার হাতের শিরা কাটা ছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাড়ির মালিক রিশা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এয়ারপোর্ট
থানায়। পুলিশ সূত্রে খবর রিশা রায়
জানিয়েছে, মঙ্গলবার রাতে হাত কাটা অবস্থায় ওই মহিলা
তিনতলায় তাদের ফ্ল্যাটে গেছিল। তবে ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে তিনি পুলিশকে কোন
কিছুই জানাননি। স্বাভাবিকভাবেই রহস্য দানা বাঁধছে রানি সুরানার মৃত্যু ঘিরে।
প্রশ্ন উঠছে কেন বাড়ির মালিক রক্তাক্ত মহিলাকে দেখেও পুলিশকে খবর দিল না। তদন্তে
এয়ারপোর্ট থানার পুলিশ। যদিও বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য
সাগর বলেন, “প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হচ্ছে। কিভাবে হল খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে
অন্য কিছু আছে কি না সেটা পুরো রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না”।