নিউজ ডেস্ক: ডানকুনি পৌরসভার ১৩ নং ওয়ার্ডে একটি ছোটদের
স্কুলের সামনে সারা বছর জল জমা থাকে। এই অভিযোগে বুধবার
পড়ুয়া ও তাদের অবিভাবকরা ডানকুনি পৌরসভা ঘেরাও
করল।
১৩ নং ওয়ার্ডের দক্ষিণ সুভাষ পল্লী এলাকায় অবস্থিত শান্তি রঞ্জন প্রাথমিক বিদ্যালয়। নার্সারি থেকে চতুর্থ
শ্রেনী পর্যন্ত ২০০ জন স্কুল পড়ুয়া এখানে পড়তে
আসে। কিন্তু নিত্য
দিনের জমা জলে রীতিমত ডেঙ্গুর আতঙ্কে ভুগছে স্কুল শিক্ষিকা ও অভিভাবকরা।
জমা জলে ডেঙ্গুর আতঙ্কে ডানকুনি পৌরসভা ঘেরাও
করল ছোট ছোট শিশুরা। এদিকে দীর্ঘক্ষণ পৌরসভার সামনে ছোট ছোট শিশুরা দাঁড়িয়ে থাকলেও
পৌরসভার পক্ষ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায় নি। এদিকে
স্কুল কর্তৃপক্ষ থেকে পৌরসভার ভিতরে এক
প্রতিনিধি গেলেও তাকেও নিরাশ হয়ে ফিরতে হয়। কারণ পৌরপ্রধান সহ কোনও
প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাৎ হয়নি নি বলে দাবি। এদিকে
এলাকায় পৌরপ্রতিনিধি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বিষয়ে কোন কথা বলব না”।