নিউজ ডেস্ক: আগামী বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে যাওয়ার দৌড়ে এগিয়ে ছিল কেরালা স্টোরি ও গদর ২। রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিটিকেও অস্কারে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিল পরিচালক করণ জোহর। কিন্তু সেই সব ছবিকে পিছনে ফেলে অস্কারের মঞ্চে যেতে চলেছে মালয়লম ছবি ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হিরো’। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে বুধবার দুপুরে হওয়া একটি সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্র নির্মাতা এবং অস্কারের জন্য বাছাই কমিটির চেয়ারম্যান গিরিশ কাসারভাল্লি এই ঘোষণা করেন।
তিনি বলেন যে, এই মালয়ালম সিনেমাটি জলবায়ু পরিবর্তনের উপর খুব প্রাসঙ্গিক বিষয়বস্তু তুলে ধরেছে। তাই এটিকে বাছাই করা হয়েছে। কাসারভাল্লির নেতৃত্বে ১৬ সদস্যের একটি নির্বাচন কমিটি এই নির্বাচনের কাজ করেন। দ্য কেরালা স্টোরি (হিন্দি), রকি অর রানি কি প্রেম কাহানি (হিন্দি), মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (হিন্দি), বালাগাম (তেলেগু), ভালভি (মারাঠি), বাপলিওক (মারাঠি) এবং ১৬ আগস্ট, ১৯৪৭ (তামিল)-সহ ২২টি চলচ্চিত্র ছিল তালিকায়। অবশেষে জুড অ্যান্টানি জোসেফ পরিচালিত মাল্টি-স্টারার সারভাইভাল ড্রামা ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হিরো’-কেই অস্কারের জন্য ভারত থেকে পাঠানো হচ্ছে।
২০১৮ সালে কেরালায় হওয়া ভয়াবহ বন্যার ঘটনাকে ঘিরেই এই ছবি তৈরি হয়েছে। ৫ মে ২০২৩ সালে মুক্তি পায় এই ছবি। ভালো রিভিউ পাওয়ার পাশাপাশি বক্স অফিসে সাফল্য পায় এই ছবি। মাত্র ৩০ কোটি বাজেটে তৈরি সিনেমাটি, ২০০ কোটি আয় করে বক্স অফিসে। এখনও অবধি এটি সর্বোচ্চ উপার্জনকারী মালয়ালাম সিনেমাও।
শুধুমাত্র সমাজের কাছে কেরালার বন্যার দুঃখজনক ঘটনার চিত্রই তুলে ধরেনি সেই সঙ্গে বর্ণনা করে প্রতিকূলতার মুখে মানবতার অদম্য চেতনাকেও তুলে ধরেছে এই ছবি। ‘২০১৮’ ছবিটিকে অস্কারের মঞ্চে পাঠিয়ে বার্তা জানাতে চায় ফিল্ম ফেডারেশন। সিনেমা বিনোদন দানের পাশাপাশি, বিশ্বব্যাপী সমস্যা সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করে। বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য মানব সচেতনতা তৈরির জন্য একটি শক্তিশালী মাধ্যম হিসেবেও এই ছবি অস্কারের উপযুক্ত বলেই মনে করেছেন বাছাই দলের সদস্যরা। এখন আরআরআর-এর পরে ভারতীয় সিনেমা জগতের মাথায় নয়া পালক জুড়বে কিনা তা এখন সময়ের অপেক্ষা।