নিউজ ডেস্ক: পঞ্চম দিনের শুরুতেই এশিয়াডে সোনা এল ভারতের ঘরে। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের দলগত বিভাগে দেশের হয়ে সোনা জিতলেন সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা। মোট ১৭৩৪.০ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন তাঁরা। এই সোনা জয়ের ফলে এখনও পর্যন্ত এশিয়াডে ভারতের পদকের সংখ্যা হল ২৪। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ রয়েছে।
এই প্রতিযোগিতায় মোট ৬টি রাউন্ড রয়েছে। প্রতিটি রাউন্ডেই চিনের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই চালিয়ে যায় ভারতীয় শুটাররা। প্রথম রাউন্ডে তাঁরা স্কোর করেন ২৮৪ পয়েন্ট। দ্বিতীয় থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তাঁদের স্কোর যথাক্রমে ২৮৭, ২৯১, ২৯৪, ২৯০ ও ২৮৮ পয়েন্ট। সবমিলিয়ে মোট ১৭৩৪.০ পয়েন্ট করে ভারতীয় অর্জুনরা।
খেলা শেষে ১৭৩৩.০ পয়েন্ট করে চিন। ১ পয়েন্টের ব্যবধানে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় চিনা শুটারদের। অন্যদিকে ১৭৩০.০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জেতে ভিয়েতনাম।