নিউজ ডেস্ক: অভিযোগের স্বপক্ষে নির্দিষ্ট ও প্রাসঙ্গিক তথ্য দিক কানাডা। তবেই বিষয়টি নিয়ে তদন্ত করবে ভারত। কানাডার সঙ্গে কূটনৈতিক সংঘাত প্রসঙ্গে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর(S Jaishankar)।
জুন মাসে কানাডায় খুন হয় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর। তার মৃত্যুতে ভারতের হাত রয়েছে সংসদে দাঁড়িয়ে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডো। তীব্র প্রতিবাদ করে ভারত। তারপর থেকে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। নিউইয়র্কে কাউন্সিল অন ফরেইন রিলেশনের আলোচনা মঞ্চে জয়শংকর সাফ জানান, ‘এ ধরনের নীতি নিয়ে চলে না ভারত’।
তাঁর কথায়, ““আমরা তাদেরকে পরিস্কার জানিয়েছি, ‘আপনাদের কাছে স্পষ্ট এবং প্রাসঙ্গিক কোনও তথ্য থাকলে জানান আমাদের। আমরা সেই বিষয়ে তদন্তের জন্য প্রস্তুত’।” শুধু তাই নয়। দীর্ঘদিন ধরে কানাডার মাটিতে যেসমস্ত জঙ্গি সংগঠনগুলি কাজ করছে, সেই বিষয়েও বহুবার জানানো হয়েছে কানাডাকে। সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের ভারতে প্রত্যর্পণের অনুরোধও করা হয়েছে বলে জানান জয়শংকর।
জয়শংকর আরও বলেন, “আমাদের কূটনীতিকদের হুমকি দেওয়া, দূতাবাসে আক্রমণ করার যথেষ্ট প্রমাণ রয়েছে। অথচ সমস্ত অভিযোগকে গণতন্ত্রের দোহাই দিয়ে এড়িয়ে যাওয়া হয়েছে।” সেইসঙ্গে তাঁর অভিযোগ, “গত কয়েক বছরে বিচ্ছিন্নতাবাদী শক্তি, সংগঠিত অপরাধ, হিংসা, চরমপন্থা সম্পর্কিত বহু অপরাধের স্বাক্ষী রয়েছে কানাডা। প্রতিটি অপরাধ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে”।
প্রসঙ্গত, ট্র্যুডোর মন্তব্যের পর থেকেই কানাডার কাছে তাদের অভিযোগের তথ্য প্রমাণের দাবি জানাচ্ছে ভারত। যদিও এখনও পর্যন্ত কোনও প্রমাণ দেখাতে পারেনি কানাডা। এই আবহে মঙ্গলবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। নাম না করেই কানাডা তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, “এখনও কিছু দেশ আছে যারা একটি নির্দিষ্ট উদ্দেশ্য থেকে সব কাজ করে। এর বিরুদ্ধে আমাদের সরব হতে হবে। এমনটা চলতে দেওয়া যাবে না। মুখের কথায় আর কাজে মিল না থাকলে, তার বিরুদ্ধে প্রতিবাদের সাহস রাখতে হবে আমাদের।”