নিউজ ডেস্ক: বিএসএফের
গুলিতে মৃত্যু হল এক চোরাচালান কারীর। ঘটনা
ঘটেছে বুধবার গভীর রাতে নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত রাঙিয়া
পোতা ভারত-বাংলাদেশ সীমান্তে। মৃতের পরিচয় এখনো জানা যায়নি। তাঁর আনুমানিক
বয়স আনুমানিক ৪০ এর কাছে। বিএসএফ রাতেই মৃতদেহ
কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা
তৎক্ষণাৎ তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রের খবর বুধবার রাতে একদল বাংলাদেশী ভারতীয় অঞ্চলে ভীমপুর থানার রাঙিয়া
পোতা বিওপি অধীনস্থ এলাকা দিয়ে প্রবেশ করে। তখন ওই এলাকায়
কর্মরত এক বিএসএফ এক কর্মী তাঁকে বাধা দিতে গেলে অভিযুক্ত
ব্যক্তি ধারালো হাসুয়া দিয়ে তারপর আক্রমণ চালাতে যায়। এরপর ওই
বিএসএফ কর্মী গুলি চালাতে শুরু করে। পালাবার সময় গুলিতে জখম হয় একজন। পরে আরো
বিএসএফ কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি করার সময় একটি ঝোপের
মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে বিএসএফ কর্মীরা
এবং সেখানে তল্লাশি করার সময় উদ্ধার হয় এক বস্তা নিষিদ্ধ কাশির সিরাপ। সেখান
থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় শক্তি নগর জেলা
হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। গুলি তার পায়ে লাগে। তার মৃতদেহ
পুলিশমর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত জন্য।
বিএসএফের পক্ষ থেকে ভীমপুর থানায় সীমান্ত
দিয়ে নিষিদ্ধ মাদক পাচারের একটি মামলার রুজু করা হয়। ওই ব্যক্তির পরিচয় কি এবং সঙ্গে কারা কারা ছিল সমস্তটা জানার
চেষ্টা করছে ভীমপুর থানার পুলিশ।