নিউজ ডেস্ক: মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বক্স অফিসে ধরাছোঁয়ার বাইরে জওয়ান। সারা বিশ্বে জওয়ান একমাত্র হিন্দি ছবি যা মাত্র ১৯ দিনেই ১০০০ কোটি টাকা আয় করেছে। এবার জওয়ানের গাড়ির গতি যাতে কমে না যায় সে জন্য নয়া পন্থা অবলম্বন করলেন শাহরুখ। বুধবার রাতে নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জানালেন ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের কথা। অর্থাৎ, বৃহস্পতিবার থেকে জওয়ানের টিকিটের উপর মিলবে একটি কিনলে আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়ার সুযোগ।
অবশ্যই তার জন্য দুটি শর্ত রয়েছে। শুধুমাত্র অনলাইনে বুক মাই শো ও পেটিএম মুভিস অ্যাপের মাধ্যমে আইনক্স, পিভিআর এবং সিনেপলিস মাল্টিপ্লেক্সে টিকিট কাটলেই পাওয়া যাবে এই সুযোগ। বৃহস্পতিবার থেকে শনিবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অফারটি রয়েছে। বিশেষ এই ছাড়ের কথা ঘোষণা করে কিং খান লিখলেন- ‘ভাই কো, বহেন কো/ দুশমন কো, ইয়ার কো/ অ্যান্ড অফ কোর্স আপনে প্যয়র কো/ কাল জওয়ান দিখাইয়েগা। …কাল থেকে পরিবার, বন্ধু বা ভালোবাসা, একটা টিকিট কিনুন আরেকটা ফ্রি পান। গোটা পরিবারের সঙ্গে পান পুরো বিনোদন।’
মুক্তির পর থেকেই জওয়ান ভেঙেছে একের পর এক রেকর্ড। ইতিমধ্যেই বিশ্বজুড়ে বক্স অফিসের ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে শাহরুখ খান অভিনীত এই ছবি। ২১ দিনের মাথাতেও আয় করেছে ৫.১৫ কোটি। যা তৃতীয় সপ্তাহের নিরিখে অনেকটাই। এর আগে ১০০০ কোটির ক্লাবে ঢুকতে পাঠান-এর সময় লেগেছিল ২৭ দিন। সে তুলনায় জওয়ান যে অপ্রতিরোধ্য তা বলাই বাহুল্য। জওয়ানের এই সাফল্যে আমূল-এর তরফে একটি পোস্টারও মুক্তি পেয়েছে। যাতে শাহরুখের কার্টুনকে মাখন খেতে দেখা যায়। পোস্টারটিতে লেখা ছিল ‘জওয়ান ১০০০ পেরোলো। আমূল অ্যাটলি বাটারলি ডিলিসিয়াস’।