নিউজ ডেস্ক: কানাডার তদন্তে সহযোগিতা করার জন্য ভারতের সঙ্গে কথা বলেছেন তাঁরা। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শংকরের বৈঠকের আগে এমনটাই জানালেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার।
দু’দেশের কূটনৈতিক সংঘাত সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে এদিন মিলার বলেন, “বৈঠক নিয়ে আমি এখনই কোনও আলোচনা করতে চাই না। কিন্তু আমরা আগেই স্পষ্ট জানিয়েছি, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই কানাডার তদন্তে সহযোগিতা করার জন্য আমরা ভারতকে উৎসাহিত করেছি। ভবিষ্যতেও করব।”
উল্লেখ্য, বুধবার ‘কাউন্সিল অন ফরেইন রিলেশনস্’ এর প্রশ্নোত্তরে কূটনৈতিক সংঘাত সম্পর্কে স্পষ্ট বার্তা দেন ভারতের বিদেশমন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, অভিযোগের স্বপক্ষে নির্দিষ্ট ও প্রাসঙ্গিক তথ্য দিক কানাডা। তবেই বিষয়টি নিয়ে তদন্ত করবে ভারত। সেই বক্তব্যের পরই বৃহস্পতিবার মার্কিন বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করতে চলেছেন জয়শংকর। ফলে স্বাভাবিক ভাবেই বৈঠকে কানাডা প্রসঙ্গ উঠতে পারে বলে অনুমান করা হয়।
যদিও বৈঠক প্রসঙ্গে মিলারের মন্তব্যে কূটনৈতিক মহলের একাংশের দাবি, বৈঠকে বিষয়টি এড়িয়ে যেতে চাইছে আমেরিকা। কারণ সম্প্রতি কোয়াডের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্লিঙ্কেন ও জয়শংকরের মধ্যে কথা হলেও ওঠেনি কানাডা প্রসঙ্গ। তাই হয়তো এবারও সেই পথেই হাঁটবে মার্কিন প্রশাসন।