নিউজ ডেস্ক: কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খইরা (Sukhpal Singh Khaira) গ্রেফতার। মাদক মামলায় কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। বৃহস্পতিবার খুব সকালের দিকেই পাঞ্জাব পুলিশের টিম চণ্ডীগড়ে খইরার বাড়িতে পৌঁছে যায়। জানা গিয়েছে, ২০১৫ সালের নারকোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (NDPS) অ্যাক্টে জালালাবাদ পুলিশ বিধায়কের বাড়িতে তল্লাশি চালায়। তারপর তাকে গ্রেফতার করা হয়।
আন্তর্জাতিক মাদক চক্রকে সমর্থন, আশ্রয় দেওয়া এবং মাদক চোরাকারবারীদের থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রাথমিক অভিযোগ রয়েছে খইরার বিরুদ্ধে। তদন্তকারী সংস্থার থেকে আরও জানা গিয়েছে ওই অর্থ সম্পত্তি ক্রয়ে ব্যবহার করা হয়েছে।
২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে খইরা সাড়ে ছয় কোটি টাকা খরচ করেছে নিজের ও পরিবারের সদস্যদের জন্য। দেখা গিয়েছে খইরার ঘোষিত আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে। এদিন পুলিশ বাড়িতে পৌঁছনোর সময় কংগ্রেস নেতা ফেসবুক লাইভ করেন। ডিএসপি অচরু রাম শর্মা জানান, মাদক পাচারের পুরনো মামলায় সিট গঠন করা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করলে খইরা স্লোগান তোলেন, ‘পাঞ্জাব সরকার মুর্দাবাদ’।
এই ঘটনার জেরে বিরোধী ইন্ডিয়া জোটের দুই শরিক আপ ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক খারপ হতে পারে মনে করা হচ্ছে। পাঞ্জাব কংগ্রেসের রাজ্য নেতৃহ্ব ইতিমধ্যেই আপের সঙ্গে জোট অথবা আসন রফার বিরোধিতা করেছে।