নিউজ ডেস্ক: ঝাড়গ্রামে হেঁসেল সামলে ঘরের লক্ষ্মীরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মাতল দুর্গাপুজোয়। বিনপুর-২ নম্বর ব্লকের
আশাকাঁথি গ্রামের মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে দুর্গাপুজো করতে
উদ্যোগী হলেন। আশাকাঁথি গ্রামের স্কুল কলেজের পড়ুয়া মেয়েরাও টিফিনের টাকা জমিয়ে
দান করেন পুজো ফান্ডে। সবমিলিয়ে মহিলাদের সম্মিলিত প্রচেষ্টার
ফসল এই পুজো।
এ বছরই
প্রথম এই পুজো অনুষ্ঠিত হচ্ছে আশা কাঁথি গ্রামে। স্থানীয় মহিলাদের দাবি পুজো দেখতে যেতে হয় জয়পুর বা শিলদাতে। বাড়ি থেকে
দূরত্ব প্রায় তিন থেকে পাঁচ কিমি। সংসারের হেঁসেল সামলে তা খুব কঠিন। আমরা ঠিক
করি নিজেদের গ্রামেই পুজো করব। পূজো কমিটির সভানেত্রী শোভা
চন্দ্র জানান, “প্রায় ১৫০ জন মহিলা
নিয়ে পুজো করছেন তারা। সব মিলিয়ে এবারের পুজোর বাজেট প্রায় ১লক্ষ্য টাকা। ১৫০
জন মহিলার লক্ষ্মীর ভান্ডারের থেকে প্রাপ্ত ৭৫ হাজার আর বাকি টাকা পাশের গ্রাম থেকে আদায় করব”।
আশাকাঁথি গ্রামে বিভিন্ন পুজো পার্বণ হলেও হত
না দুর্গাপুজো। এবার দুর্গাপুজো হওয়ায় খুশি ও উৎসাহিত গ্রামের মানুষ। তাই খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল আশা কাঁথি গ্রামে মহিলা পরিচালিত দুর্গাপুজোর প্রস্তুতি।