নিউজ ডেস্ক: চাকরির বাজার যে খুবই খারাপ তা নতুন করে বলে দিতে লাগে না আজকের প্রজন্মকে। হত্যে দিয়ে চাকরির পিছনে পড়ে না থেকে তাই তাঁরা খুঁজে নিচ্ছেন বিকল্প পথ। বর্তমান যুগে সোস্যাল মিডিয়া সেই জায়গাটি অনেকখানি সহজ করে তুলেছে। এবার সোশ্যাল মিডিয়ার উপর ভর করে উপার্জনের রাস্তা তৈরি করার পথ বাতলে দেবে বিশ্ববিদ্যালয়ের কোর্সই। অবাক লাগলেও সত্য। আয়ারল্যান্ডের কার্লোর সাউথ ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। চলতি বর্ষের নভেম্বর মাস থেকেই এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। শুধু তা-ই নয়, কোর্স শেষে মিলবে ‘ব্যাচেলর অফ আর্টস ইন কনটেন্ট ক্রিয়েশন অ্যান্ড সোশাল মিডিয়া’-র ডিগ্রিও।
কেউ সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে গড়ে তুলছেন আবার কেউ ব্যবসা করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। উপার্জনের ধরন বদলেছে, তাই এই নয়া পথে হাঁটতে চান অনেকেই। এবার সোশ্যাল মিডিয়ার উপর ভর করে নিজের বিভিন্ন হবিকে কেন্দ্র করেই উপার্জনের রাস্তা তৈরি করছেন অনেকেই। কিন্তু জানা থাকে না কিভাবে বা কোথা থেকে শুরু করবে। তাই এই মুশকিল আসানের জন্য এগিয়ে এসেছে একটি বিশ্ববিদ্যালয়।
নিজের পছন্দের বিষয় ও জ্ঞান কাজে লাগালেই হয় না, সেই সঙ্গে প্রযুক্তির দক্ষতাও থাকা আবশ্যক। এই কোর্সটি তাই প্যাকেজিং, পাবলিক রিলেশন, মার্কেটিং, ক্রিয়েটিভ ভিডিয়ো, অডিয়ো, ফোটোগ্রাফি, ইভেন্ট ম্যানেজমেন্ট, মনস্তত্ত্ব, ডেটা অ্যানালিটিক্স এবং পডকাস্টিংয়ের মতো এমন নানা বিষয়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে যে বিগত চার বছর ধরে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাঁরাই পড়াবেন ছাত্র-ছাত্রীদের। তবে এই কোর্সটির জন্য তিন বছরে কত টাকা খরচ হবে তা এখনো জানানো হয়নি।