নিউজ ডেস্ক: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত আরও একজনের মৃত্যু হল। মৃতের নাম প্রতিমা মণ্ডল (৫২)। তিনি ১১৫ নম্বর দত্তাবাদ রোডের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, বিগত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন প্রতিমা মণ্ডল। বুধবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয়েছিল বিধাননগর মহকুমা হাসপাতালে। এর আগেও সল্টলেকে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। এ ই ব্লকের বৃদ্ধ পিনাক সরকারও সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান। বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বর্তমানে ২,০০০ ছাড়িয়েছে।
সল্টলেকে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এনিয়ে পুরসভার উপর ক্ষুব্ধ বাসিন্দারা। দত্তাবাদ এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকা পরিষ্কার পরিছন্ন রাখার জন্য পুরসভার উদ্যোগের অভাব রয়েছে। জায়গায় জায়গায় নোংরা আবর্জনা পড়ে থাকে। রাস্তার মধ্যে গর্ত থাকায় সেখানেও জমা জলে মশা বংশ বিস্তার করছে বলে অভিযোগ। তবে পুরকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মশা মারার তেল ও ব্লিচিং পাউডার ছড়াচ্ছেন।