নিউজ ডেস্ক: ’২৪-এর লোকসভা নির্বাচনের আগে অস্বস্তিতে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বাংলো সংস্কারের নামে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবিষয়ে প্রাথমিক তদন্তের জন্য ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছে সিবিআই।
সম্প্রতি ‘সিবিল লাইন’ এলাকায় সরকারি বাসভবন সংস্কার করেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর তা করতে ৪৫ কোটি টাকা খরচও করেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। এরপর বিষয়টি নিয়ে প্রধান সচিবকে তদন্তের নির্দেশ দেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। রিপোর্টে, সংস্কারের কাজে আর্থিক বেনিয়মের উল্লেখ করা হয় সচিবালয়ের তরফে। সেই রিপোর্টের ভিত্তিতে চলতি বছরের মে মাসে সিবিআই-কে তদন্তের নির্দেশ দেন সাক্সেনা। পাশাপাশি, এই বিষয়ে পাঁচ পাতার একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠান সাক্সেনা।
সেই চিঠির পরই তদন্তের নির্দেশ এল সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। নির্দেশ পাওয়ার পরই দিল্লির পূর্ত দফতরের কাছে এই সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI)। আগামী ৩ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে সেই সমস্ত নথি। সেই সমস্ত তথ্য যাচাইয়ের পর এফআইআর দায়ের করা হবে বলে সূত্রের খবর।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশের পর গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জোটের নেতাদের হেনস্থা করছে বিজেপি সরকার। আম আদমি পার্টি(AAP)-এর বক্তব্য, কেজরিওয়ালের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মাদক মামলায় গ্রেফতার হয়েছেন পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খইরা। আন্তর্জাতিক মাদক চক্রকে সমর্থন, আশ্রয় দেওয়া এবং মাদক চোরাকারবারীদের থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রাথমিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, ’২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই সমস্ত ঘটনার আঁচ পরতে পারে জোটের ভোটব্যাংকের উপর। কারণ বিষয়গুলিকে মোটেই ভালো চোখে দেখবেনা দেশের মানুষ। ফলে সবমিলিয়ে কিছুটা অস্বস্তি বাড়ল বিরোধী শিবিরের তা বলাই বাহুল্য।