নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের তিন খেলোয়াড়কে ভিসার আবেদনে না চিন প্রশাসনের। সেই ঘটনার প্রতিবাদে উত্তাল ভারতের উত্তর-পূর্ব রাজ্যটি। পোড়ানো হল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুতুল। সেইসঙ্গে উঠল ‘চিন নিপাত যাক’ স্লোগানও।
এবারের এশিয়াডের মহড়া বসেছে চিনের হাংজু শহরে। অরুণাচলের বাসিন্দা তিন উশু খেলোয়াড় আয়োজকদের তরফে ছাড়পত্র পেলেও, চিনে প্রবেশাধিকার পাননি তাঁরা। বাধ্য হয়ে ওই তিন খেলোয়াড়কে ছাড়াই চিনে পৌঁছায় ভারতীয় দল। ড্রাগনের দেশের বৈষম্যমূলক আচরণের জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের প্রতিনিধিত্ব করতে পারেননি তিন খেলোয়াড়।
ফলে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে অরুণাচলের মানুষ। বুধবার তেজু শহরে ছড়িয়ে পড়ে ক্ষোভার আঁচ। ‘চিন নিপাত যাক’ স্লোগান তোলেন হাজার হাজার মানুষ। পোড়ানো হয় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুতুল।
এদিকে, চিনের এই আচরণের জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। প্রতিবাদ স্বরূপ সেদেশের সফর বাতিল করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। অন্যদিকে, চিনে না গেলেও ওনিলু টেগা, নাইমান ওয়াংসু এবং মেপুং লামগু নামের ওই তিন খেলোয়াড়কে পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সরকার। খেলাধুলো নিয়ে রাজ্যের নীতি মোতাবেক তাঁদের ২০ লক্ষ টাকা করে দেওয়া হবে।