নিউজ ডেস্ক: অফিস টাইমে অচল হয়ে পড়ল হাওড়া ব্রিজ। তীব্র জানজটে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। কার্যত অবরুদ্ধ হয়ে যায় কলকাতা থেকে হাওড়া যাওয়া-আসার রাস্তা। আর অফিস টাইমে এজন্য নাকাল হতে হল। শুক্রবার সকালে জনজাতি সম্প্রদায়ের মিছিলের জেরে ভোগান্তি হল নিত্যযাত্রীদের।
শুক্রবার সকালে বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে থাকেন জনজাতি সম্প্রদায়ের মানুষজন। রানি রাসমণি রোডে জমায়েতের উদ্দেশেই তাঁরা হাওড়া থেকে মিছিল করে সেদিকে রওনা দেন। এতেই স্তব্ধ হয়ে যায় হাওড়া ব্রিজ। স্ট্র্যান্ড রোড, বেবোর্ন রোডে অবরুদ্ধ হয়ে পড়ে। নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেকেই বাস থেকে নেমে ফেরি পারাপার করে অফিসের দিকে রওনা দেন। তাঁদের মতে মিছিলের আগাম কোনও খবর ছিল না। এণনকী পুলিশরে বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। কেউ কেউ বলছেন জেটি ঘাটে এতো বেশি ভিড় হচ্ছে যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
কেন এই মিছিল?
জনজাতি সম্প্রদায়ের অভিযোগ, কুড়মি-মাহাতোরা তফসিলি জনজাতির তকমা পেতে চাইছেন। এরই প্রতিবাদে পথে নেমেছেন তাঁরা। ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন্স’ –এর ছাতার তলায় জনজাতিতের সংগঠনগুলি এই প্রতিবাদ মিছিল করে।