নিউজ ডেস্ক: আজ-কাল করতে করতে সময় এসে গেছে। ঘোষণা অনুযায়ী আজ শনিবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের পর বাতিল হয়ে যাবে ২০০০ টাকার নোট। কিন্তু কারও কাছে যদি সেই নোট থেকে যায় তাহলে কী হবে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছিল, ৩০ সেপ্টেম্বর পর্যন্তই ২০০০ টাকার নোট বৈধ থাকবে। এর মধ্যে গ্রাহকেরা ২০০০ টাকার নোট ব্যাঙ্কে অথবা আরবিআই-এর আঞ্চলিক শাখায় জমা দিতে পারবেন। কীভাবে নোট জমা দেওয়া যাবে তাও জানিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় প্রায় শেষ। আজ শনিবারই শেষ হচ্ছে সময়সীমা। অনেক সময় ঢিলেমির জন্য বা কারও অজান্তেই এরকম নোট নিজের কাছে থেকে যায়। যেরকম অভিজ্ঞতা অনেকেরই হয়েছে নোটবন্দির সময়। এক্ষেত্রে ২০০০ টাকার নোট কারও কাছে থেকে গেলে সত্যিই কি তা অচল হয়ে যাবে?
আরবিআই এ নিয়ে আর কিছু জানায়নি। তবে বিশেষজ্ঞদের অনেকের ধারণা এনিয়ে নতুন কোনও ঘোষণা করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে ২০০০ টাকার নোটের বেশির ভাগই ব্যাঙ্কে জমা পড়েছে। এখনও বাইরে কত নোট রয়েছে সেই হিসেব পাওয়ার পরই আরবিআই সিদ্ধান্ত জানাতে পারে। ৩ অক্টোবর আরবিআই এ নিয়ে কোনও সিদ্ধান্ত জানায় কিনা এখন সেদিকেই নজর রাখতে হবে।