নিউজ ডেস্ক: মেট্রোয় যেতে যেতে এবার দেখতে
পাবেন কার্টুন। শিশুদের জন্য এ এক অভিনব উদ্যোগ কলকাতা মেট্রোর। যাত্রীদের মনোরঞ্জনের
জন্য মেট্রো রেলের কামরার ভিতরে ডিসপ্লে বোর্ডে এবার চলবে ‘ছোটা ভীম’ কিংবা ‘টম অ্যান্ড
জেরি’। গতকাল শুক্রবার থেকেই চালু হয়ে গিয়েছে এই ব্যবস্থা, এমনটাই জানা গিয়েছে মেট্রো
রেলের তরফে।
এত দিন
মেট্রোর ভিতর যে ডিসপ্লে বোর্ডে স্টেশনের নাম এবং সেটির প্ল্যাটফর্ম কোন দিকে
পড়বে,
তা ম্যাপ করে দেখানো হত, সেই বোর্ডেই দেখা যাবে কার্টুন। মূলত মেট্রোয় যাতায়াত করা স্কুলপড়ুয়াদের কথা
ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এর পাশাপাশি, দর্শকদের একঘেয়েমি কাটানোর বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।
তবে আপাতত
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) পর্যন্ত চলাচল করা নর্থ-সাউথ মেট্রোতেই
এই কার্টুন পরিষেবা মিলবে। শুক্রবার সকাল থেকেই মেট্রোর ‘মেধা’ রেকে দেখা যাচ্ছে
কার্টুন। কার্টুনের পাশাপাশি, পরবর্তী স্টেশনের
নামও ম্যাপ করে দেখানো হচ্ছে ওই ডিসপ্লে বোর্ডে।