নিউজ ডেস্ক: নিউজ ডেস্ক: শনিবার সকাল থেকে বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ আশপাশের জেলার বাসিন্দারা। কার্যত শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাসের সঙ্গে বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
নিম্নচাপের কারণে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বেশি বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে।