নিউজ ডেস্ক: বেশ কয়েক বছরের সম্পর্ক ভেঙে বিচ্ছেদের পথে হেঁটেছেন হলিউডের পপ তারকা জো জোনাস ও অভিনেত্রী সোফি টার্নার। কানাঘুষোয় তাঁদের সম্পর্কের কথা শোনা গেলেও পরে যৌথ বিবৃতি দিয়ে জানান, আসলেই বিবাহবিচ্ছেদ হতে চলেছে তাঁদের। তারপর থেকেই একে অপরের প্রতি অভিযোগের পাহাড় খাড়া করছেন তাঁরা। তিন বছরের প্রেম এবং চার বছরে সংসার করার পরে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও তাঁদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে তাঁদের দুই কন্যা।
বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন অবস্থায় সন্তানদের নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে প্রাক্তন এই যুগলের মধ্যে। জো আগেই অভিযোগ তুলেছিলেন মেয়েদের দেখাশোনা করেন না সোফি। এমনকি তাঁদের কনসার্ট চলার সময়ও মেয়েদের একাই দেখাশোনা করতেন জো। এখন তাঁদের দুই মেয়ে কোথায় ও কার কাছে থাকবে, তা নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন আদালতের বিচারক। আপাতত আমেরিকার নিউ ইয়র্ক ও তার আশপাশেই জো ও সোফির দুই সন্তানকে রাখার পরামর্শ দিয়েছিল আদালত। নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড, হাডসন ভ্যালির মতো কোনও একটি জায়গায় থাকতে পারে তারা।
সন্তানদের সঙ্গে থাকার সঙ্গে জন্য ইংল্যান্ড ছেড়ে আমেরিকায় এসেছেন সোফি। কিন্তু এসে শ্বশুড়বাড়িতে ওঠেননি তিনি। বিচ্ছেদের পর আমেরিকায় একপ্রকার ঘরছাড়া সোফি। তবে কোথায় থাকছেন তিনি এখন? জানা গিয়েছে যে পপ গায়িকা টেলর সুইফটের বাড়িতে রয়েছেন সোফি। একটি গোটা অ্যাপার্টমেন্ট মেয়েদের সঙ্গে নিয়ে থাকার জন্য ছেড়ে দিয়েছেন টেলর। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সোফি এবং টেলরের ছবি ভাইরাল হয়েছিল। এখন বোঝা গিয়েছে কেন দেখা করেছিলেন তাঁরা। বলা বাহুল্য টেলর এককালে জো-এর প্রেমিকা ছিলেন। অর্থাৎ প্রাক্তন স্বামীর প্রাক্তন প্রেমিকাই সোফির সাহায্যে এগিয়ে এসেছেন।