নিউজ ডেস্ক: সংসদে পাশ হয়েছে বহু চর্চিত মহিলা সংরক্ষণ বিল(Women’s Reservation Bill)। এবার সেই বিলে সম্মতি জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। তাঁর এই সম্মতির সঙ্গে আইনে পরিণত হল বিলটি।
শুক্রবার এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের সরকার। সেখানে বলা হয়েছে, “কেন্দ্রীয় সরকারের প্রকাশিত গ্যাজেট বিজ্ঞপ্তির দিন থেকে বিলটি আইন হিসাবে কার্যকর হবে।”
বিশেষ অধিবেশন চলাকালীন গত ২০ সেপ্টেম্বর ৪৫৪ জন সংসদের সম্মতিতে লোকসভায় পাশ হয় ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ তথা মহিলা সংরক্ষণ বিল। অন্যদিকে, বিলের বিপক্ষে ভোট দেন ২ জন বিরোধী সংসদ। অন্যান্য অনগ্রসর শ্রেণি(OBC) এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের জন্য বিশেষ কোটা দাবি করেন তাঁরা। যদিও সংসদের উচ্চকক্ষ, রাজ্যসভায় পাশ হয়ে যায় বিলটি। ২১ সেপ্টেম্বর বিলের স্বপক্ষে ভোট দেন ২১৪ জন সাংসদ। এবার বিলে সম্মতি জানালেন রাষ্ট্রপতিও।
তবে আইনটি কার্যকর হতে বেশকিছুটা সময় লাগবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, জনগণনা এবং সীমানা পুনর্বিন্যাস না হওয়া পর্যন্ত এই আইন কার্যকর করা সম্ভব নয়। সুতরাং, রাষ্ট্রপতির সম্মতি মিললেও ২০২৯ সালের আগে কোনও মতেই কার্যকর হবে না এই আইন, তা বলাই বাহুল্য।