নিউজ ডেস্ক: মাদারিহাট
বীরপাড়া ব্লকের বীরপাড়া এক গ্ৰাম পঞ্চায়েতের বোর্ড গঠন হল। প্রধান হলেন বিজেপির সুচিত্রা মল্লিক ও উপপ্রধান
হলেন বিজেপির আস কুমার তামাং। ৩০ আশন বিশিষ্ট বীরপাড়া এক গ্ৰাম পঞ্চায়েতের ভোটে
তৃণমূল ও বিজেপি উভয় রাজনৈতিক দল ১৫টি করে আসন পায়। ফলে এতদিন বোর্ড গঠন স্থগিত ছিল। তৃণমূলের এক
পঞ্চায়েত সদস্য লক্ষী মোচারি এক মামলায় বিচারাধীন রয়েছেন। এদিন বোর্ড গঠনে বিজেপির ১৫ জন পঞ্চায়েত সদস্য ও তৃণমূলের ১৪ জন পঞ্চায়েত
সদস্য উপস্থিত ছিলেন। ফলে বিজেপি বোর্ড গঠন করে। প্রধান
উপপ্রধান সহ সমস্ত পঞ্চায়েত সদস্যদের আবির লাগিয়ে, ফুল মালা পরিয়ে শুভেচ্ছা জানান
বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। এর পর বিজয় মিছিল করে তারা।
Tags: NULL