নিউজ ডেস্ক: টেনিসের মিক্সড ডাবলসে সোনা জিতলেন
রোহন বোপান্না এবং রুতুজা ভোসলে। এশিয়ান গেমসে
ভারতীয় টেনিস প্লেয়াররা বরাবরই প্রত্যাশা পূরণ করেছেন। এ বার সেটা দেখা যাচ্ছিল
না। শেষ পর্যন্ত বোপান্নার হাত ধরে সোনা এল টেনিস থেকে। চাইনিজ তাইপেই জুটিকে
হারিয়ে দিলেন তাঁরা। প্রথম সেটে হেরে গিয়েও ফাইনাল জিতলেন বোপান্নারা।
বোপান্নার
বয়স ৪৩ বছর। সঙ্গী রুতুজার বয়স ২৭। গত বারের এশিয়ান গেমসে ডবলসে সোনা জিতেছিল
ভারত। সেই পদকও এসেছিল বোপান্নার হাত ধরে। এশিয়ান গেমসে দ্বিতীয় বার সোনা জিতলেন
তিনি। রুতুজা এশিয়ান গেমসে এই প্রথম বার পদক জিতলেন।
লিয়েন্ডার
পেজ,
মহেশ ভূপতির পর ভারতীয় টেনিসের মুখ হয়ে উঠেছেন বোপান্না। গত
কয়েক বছর ধরেই ধারাবাহিক সাফল্য পাচ্ছেন। উইম্বলডনের সেমিফাইনালে উঠে চমকে
দিয়েছিলেন। ইউএস ওপেনের ফাইনালে উঠে বুঝিয়ে ছিলেন, ৪৩ বছর বয়সটা তাঁর কাছে স্রেফ সংখ্যা। এশিয়ান গেমসে ছেলেদের ডাবলসে হেরে
গিয়েছিলেন আচমকাই। তার পরও যে সোনার স্বপ্ন ছাড়েননি, মিক্সড ডাবলসে প্রমাণ করে দিলেন। গত বার জাকার্তা এশিয়ান
গেমসে ডাবলসে জিতেছিলেন সোনা। এ বার মিক্সড ডাবলসে। বোপান্না মানেই যেন সোনার
স্বপ্ন।