নিউজ ডেস্ক: সকালবেলা নিজেদের মতো খেলছিল তিন শিশু। সেইসময় মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে যায়। তাদের আর বাঁচানো যায়নি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বাকাদহের বোড়ামারা গ্রামে।
জানা গিয়েছে, সকালবেলা একটি বাড়ির পাশে খেলছিল তিন খুদে। হঠাৎই ওই বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে। ওই তিন শিশু ভাঙা পাঁচিলে চাপা পড়ে। পরিবারের লোকজন ও প্রতিবেশিরা তড়িঘড়ি মাটি সরিয়ে তাদের উদ্ধার করে। তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা তিন শিশুকেই মৃত বলে ঘোষণা করে।
রাতভর বৃষ্টিতেই মাটির দেওয়াল ভেঙে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারের পাশাপাশি গোটা গ্রামেই শোকের ছায়া।