নিউজ ডেস্ক: শনিবার সকালে পুকুরে দুই বালকের মৃতদেহ ভাসতে দেখে হতবাক হয়ে গেলেন বাসিন্দারা। নিউটাউনের হাতিয়ারা মাঝের পাড়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ইকোপার্ক থানার পুলিশ দুই বালকের দেহ ময়নাতদ্ন্তের জন্য পাঠিয়েছে।
মৃত দুই বালক হল মহম্মদ সোহেব (৭) ও আরশাদ আলি (১০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর থেকেই দুই বালক নিখোঁজ ছিল। এদের বাড়ি হাতিয়ারা পীরসাহেব মোড় এলাকায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের দেখতে পাননি। শনিবার সকালে হাতিয়ারা মাঝের পাড়া এলাকায় একটি পুকুরে দেহ দুটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
মৃ্ত্যুর খবরে ভেঙে পড়েছে সোহেব ও আরশাদের পরিবারের লোকজন। ইকোপার্ক থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে। কী করে ওই দুই বালকের পুকুরে ডুবে মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।