নিউজ ডেস্ক: হাসি ফুটল রাজগঞ্জের সুখানী চা-বাগান শ্রমিকদের মুখে। পুজোর আগে খুলে গেল জলপাইগুড়ির এই চা-বাগান। মালিক-শ্রমিক বিবাদে সম্প্রতি বন্ধ হয়ে গেছিল বাগানটি। ১১ দিন পর আবার খুলে যাওয়ায় চা-বাগান শ্রমিকদের মনে খুশির হাওয়া।
চা-বাগান কর্তৃপক্ষ আট ঘণ্টা কাজ করতে হবে বলে জানিয়েছিল। পাল্টা শ্রমিকেরা সরকার নির্ধারিত মজুরি, অবসরের পর গ্র্যাচুয়িটি, হঠাৎ মৃত্যু হলে ক্ষতিপূরণ-সহ একাধিক দাবি জানিয়েছিল। সবমিলিয়ে দুই পক্ষের বিবাদে বন্ধ হয়ে যায় সুখানী চা-বাগান। কর্মহীন হয়ে পড়েন প্রায় ৩০০ শ্রমিক। অনিশ্চিত হয়ে পড়ে ভবিষ্যৎ। শ্রম দফতর সমস্যা মেটানোর উদ্যোগ নেয়। দীর্ঘ আলোচনার পর শেষপর্যন্ত বাগান খুলতে রাজি হয় কর্তৃপক্ষ।
Tags: NULL