নিউজ ডেস্ক: সোমবার সকালেই সল্টলেক চত্বরে ভয়াবহ বাস দুর্ঘটনা। কলেজ মোড়ের
কাছে গাড়ির ধাক্কায় উলটে গেল বেসরকারি বাস। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়ানকভাবে
ক্ষতিগ্রস্ত হয় বাসটি। গুরুতর জখম বাসচালকও। কেবি ১৬ রুটের বাস উলটে যায় কলেজ মোড়ের
কাছে। আর দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে পুলিশ।
পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাস এবং গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক
ভাবেই জানা গিয়েছে, সাত সকালে ফাঁকা
রাস্তায় বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসে ৩০ জন মতো যাত্রী ছিলেন। বাসটি উল্টে যাওয়ায় ১০ জন মতো যাত্রী আহত হয়েছেন। এক মহিলা যাত্রীর কলার বোন ভেঙে গিয়েছে।