নিউজ ডেস্ক: জোড়া ব্রোঞ্জ দিয়ে এশিয়াডে সোমবারের যাত্রা শুরু করল ভারত। ৩০০০ মিটার স্পিট স্কেটিংয়ে দেশের হয়ে ব্রোঞ্জ জিতল পুরুষ ও মহিলাদের দল।
এদিন দিনের প্রথন ব্রোঞ্জ জেতে পুরুষদের দল। স্পিড স্কেটিংয়ের ফাইনালে ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ডে তৃতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করেন আরিয়ানপাল সিং ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে এবং বিক্রম ইনগালের দল। এই ইভেন্টে ৪ মিনিট ০৫.৬৯২ সেকেন্ড করে সোনা জিতেছেন চাইনিজ তাইপাইয়ের প্রতিযোগীরা। আর ৪ মিনিট ০৫.৭০২ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করে রুপো জিতেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা।
পুরুষদের পরই এই একই ইভেন্টে ব্রোঞ্জ নিয়ে আসে মহিলাদের দল। ৩০০০ মিটার শেষ করতে সঞ্জনা বাথুলা, কার্থিকা জগদীশ্বরণ, হিরাল সাধু ও আরাথি কস্তুরি রাজদের সময় লাগে ৪ মিনিট ৩৪.৮৬১ সেকেন্ড। আবারও এই প্রতিযোগিতায় সোনা জিতেছেন চাইনিজ তাইপাইয়ের প্রতিযোগীরা। ৪ মিনিট ১৯.৪৪৭ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেছেন তারা। সেইসঙ্গে, ৪ মিনিট ২১.১৪৬ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করে রুপো জিতেছেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা।
তবে দিনের শুরু ব্রোঞ্জ দিয়ে হলেও রুপো কিংবা সোনা জেতার সূবর্ণ সুযোগ রয়েছে ভারতের। শনিবার টেবল টেনিসে ইতিহাস গড়ে দাপটের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেন দুই বঙ্গ তনয়া সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়। বিশ্ব চ্যাম্পিয়ন চিনা জুটি চেন মেং ও ওয়াং ইদি-কে হারিয়ে দেশের হয়ে পদক নিশ্চিত করেন তারা। সোমবার দক্ষিণ কোরিয়ার সুয়োং চা-সুগওয়োং পাক জুটির বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নেমেছেন বাংলার দুই উজ্জ্বল তারকা।