নিউজ ডেস্ক: আজ, সোমবার গান্ধীজির ১৫৪তম জন্মদিন। এদিন সকালে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ জাতীয় রাজনীতির বহু প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। অন্যদিকে, এদিন দুপুরেই গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানাতে যাবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।
রাজঘাটে যাওয়ার আগেই এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে বাপুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদী। লেখেন, “গান্ধী জয়ন্তীর বিশেষ ক্ষণে আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। ওনার কালজয়ী শিক্ষা আজও আমাদের পথকে আলোকিত করে। বিশ্বব্যাপী প্রভাব রয়েছে মহাত্মা গান্ধীর। সমগ্র মানবজাতিকে ঐক্য ও সহানুভূতির চেতনায় অনুপ্রাণিত করেছেন উনি। ওনার স্বপ্ন পূরণের লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি। ওনার চিন্তাভাবনা যেন আমাদের যুব প্রজন্মকে একতা ও সম্প্রীতির ধারণায় অনুপ্রাণিত করে।”
এক্স হ্যান্ডেলে বাপুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Tags: NULL