নিউজ ডেস্ক: রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা হল। উপাচার্য নিয়োগ নিয়ে মামলা চলাকালীনই রাজ্যপালের এই সিদ্ধান্ত। রবিবার রাজভবন থেকে জানানো হয়েছে, ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এর মধ্যে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত আইপিএস। রাজ্যপালের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কোন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে কে?
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে অবসপপ্রাপ্ত আইপিএস সিএম রবীন্দ্রনকে। এখানে দায়িত্বে ছিলেন রথীন বন্দ্যোপাধ্যায়। তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে আলিপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে। কোচবিহার পঞ্চান্ন বর্মা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে নিখিলচন্দ্র রায়। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অচিন্ত্য সাহা। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে বিবি পারিদাকে। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন দিলীপ মাইতি।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রী ও উচ্চশিক্ষা দফতরের একজন প্রতিনিধিকে রাখার আবেদন জানিয়েছে রাজ্য। সেই মামলার নিষ্পত্তি হয়নি। শীর্ষ আদালত সার্চ কমিটি গঠন করে দেবে বলে জানিয়েছে। তার মধ্যেই নতুন করে ৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল।
এনিয়ে ক্ষোভ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “আমি জানি না কীভাবে আচার্য এটা করলেন। কারণ সবটাই এখন আদালাতের বিচারাধীন। এটা আইনসঙ্গত কিনা তা শীর্ষ আদালতের কাছে জানতে চাইব”। একইসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালেয় অবসরপ্রাপ্ত আইপিএসকে উপাচার্য হিসেবে নিয়োগ নিয়েও কটাক্ষ করেছেন। শিক্ষামন্ত্রী বলেন, “কোনও পুলিশ আধিকারিককে দিয়ে বিশ্ববিদ্যালয় চালানো এবং টপ বিশ্ববিদ্যালয়ে এমন বাতাবরণ সৃষ্টি অ্যাকাডেমিক পরিস্থিতির জন্য কাম্য নয়”। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আসনে অবসরপ্রাপ্ত আইপিএসকে বসানো নতুন নয়। এর আগে রাজ্যপাল আলিয়া বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত আইপিএস এম ওয়াহাবকে অন্তর্বর্তী উপাচার্য করেছিলেন।