নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে দুর্দান্ত ফর্মে
রয়েছে ভারতীয় হকি দল। টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে পাঁচটি ম্য়াচের মধ্যে ভারত
একটাতেও হারেনি। সেইসঙ্গে ২০২৩ এশিয়াডে পদক জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে টিম
ইন্ডিয়া। সোমবার ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় হকি দল। এই
ম্যাচে হরমনপ্রীত সিংরা ১২-০ গোলে জয়লাভ করেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২১ সালের এশিয়ান গেমসেও বাংলাদেশের বিরুদ্ধে খেলতে
নেমেছিল ভারত। সেই ম্যাচে টিম ইন্ডিয়া ৯-০ গোলে জয়লাভ লাভ করেছিল। এবারের
টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বে পা রাখার আগেই এই বিশাল ব্যবধানে জয় ভারতের
আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে দেবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
খেলার দ্বিতীয় কোয়ার্টারেই ভারত অনেক বেশি গোল সঞ্চয়
করে নেয়। মনদীপ সিং অধিকাংশ গোলের দাবিদার হলেও অমিত রোহিদাস এবং ললিত উপাধ্যায় দুজনেই
একটি করে গোল করে ভারতকে আরও ৬-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারে গোলের
হ্যাটট্রিক সম্পূর্ণ করেন হরমনপ্রীত, পরে আরেকটি গোল দেন অভিষেক। শেষ ৪৫ মিনিটেই ভারত
পৌঁছে যায় ৮-০ গোলের ব্যবধানে।
এশিয়ান গেমসে ভারতের সাফল্যের কারণ
দুটো। এক,
অভিজ্ঞ ও তারুণ্যের চমৎকার মিশেল। দুই, উল্টো দিকে যেই থাকুন না কেন, সেরাটাই দেওয়ার চেষ্টা করছেন সবাই। আর তা করতে গিয়ে টিমগেম তুলে ধরার চেষ্টা
করছে ভারত। আর তাতেই ছাড়খাড় হয়ে যাচ্ছে প্রতিপক্ষ। বাংলাদেশের বিরুদ্ধে সেই
দৃশ্যাবলীই চোখে পড়ল। মনদীপ-ললিত-অভিষেকের দুরন্ত ফরোয়ার্ড লাইনকে থামানোর মতো
মশলা ছিল না বাংলাদেশিদের। হয়ওনি। ১২-০ জিতল ভারত। মনদীপ, ললিত, অভিষেক, সুমিত, অমিতরা নাম
লিখিয়েছেন স্কোরলাইনে। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ভারতের চোখ এখন
সেমিফাইনালে। এশিয়ান গেমসের সোনা থেকে আর দুটো ম্যাচ দূরে হরমনপ্রীতরা।