নিউজ ডেস্ক: ফের চিনা মাঞ্জার
কারণে দুর্ঘটনা মা উড়ালপুলে। এবারেও আহত এক বাইক আরোহী। ওই ব্যক্তির মাথায় ও পায়ে
চোট লেগেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। চিনা মাঞ্জার কারণে এই
নিয়ে বেশ কয়েকবার দুর্ঘটনার সাক্ষী থাকল মা উড়ালপুল।
আজ সকাল ৮টার কিছুটা পরে, এসএসকেএম-এর দিক থেকে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন। সায়েন্স
সিটির দিক থেকে মা ফ্লাইওভারে ওঠেন তিনি। এরপর পর এসএসকেম-এর দিক হয়ে ফ্লাইওভার
থেক নামার সময় চিনা মাঞ্জা তাঁর গলায় লাগে। যার জেরে বাইক নিয়ে পড়ে যান তিনি।
মাথায় ও পায়ে আঘাত লাগে তাঁর। যদিও হেলমেট থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।
দুর্ঘটনার পর নিজেই ওঠেন তিনি, এবং চিনা মাঞ্জা
সরিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য যান। আদতে পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই
ব্যক্তি জানাচ্ছেন, এর আগে চিনা
মাঞ্জায় জড়িয়ে মা উড়ালপুরে দুর্ঘটনার কথা সংবাদমাধ্যমে শুনেছেন তিনি। তবে এবার
তাঁর নিজের সঙ্গেই এই ঘটনা ঘটল।
এর আগেই ওই ঘরণের ঘটনা ঘটেছে মা
উড়ালপুলে। গত জানুয়ারি মাসেও চিনা মাঞ্জায় আহত হন এক বাইক আরোহী। এসএসকেএম-এর দিক
থেকে সল্টলেকের দিকে যাওয়ার সময় ঘটে ওই দুর্ঘটনাটি। চিনা মাঞ্জায় জেরে ডান চোখে
আঘাত পান বজবজের বাসিন্দা বছর তেইশের ওই যুবক। খবর পেয়ে পুলিশ ওই বাইক আরোহীকে
উদ্ধার করে। যুবকের চোখে ৬টি সেলাই পড়ে বলে জানা যায়। আহত যুবক জানান, ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে ঘটে
ওই দুর্ঘটনা।