নিউজ ডেস্ক: পুজোর আগেও ডেঙ্গির প্রকোপ যেন কমছেই না। কলকাতায় আবারও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল। এনিয়ে পুজোর মুখে উদ্বেগ বাড়ছে। জানা গিয়েছে মৃতের নাম পরশ সাউ।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় থাবা বসিয়েছে ডেঙ্গি। বৃষ্টির জমা জলে মশার বংশবিস্তারের কারণে ডেঙ্গি মোকাবিলা আরও কঠিন হয়ে পড়েছে। কলকাতাতে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। যদিও ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেসরকারি হিসেবে, সরকারি তথ্য নয়।
ঠাকুরপুকুরের বাসিন্দা পরশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। ৬৩ বছর বয়সি পরশ সাউ পরে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সোমবার অর্থাৎ ২ অক্টোবর সন্ধেয় ওই বেসরকারি হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মামলাও হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। আবেদনকারী ডেঙ্গিতে মৃতের সংখ্যা ও আবর্জনা পরিষ্কারের আবেদন জানিয়েছেন।