নিউজ ডেস্ক: আজ অর্থাৎ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু এদিন ইডির ডাকে সাড়া দেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের কর্মসূচিতে তিনি এখন দিল্লিতে। আর এদিনই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন তাঁর আইনজীবী।
অভিষেকের পক্ষ থেকে দ্রুত শুনানির দাবি জানানো হয়েছিল। কিন্তু এদিন শুনানি হল না। সমস্ত নথি সময়ে ডিভিশন বেঞ্চে এসে না পৌঁছনোর জন্যই শুনানি একদিন পিছিয়ে গেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে বুধবার ওই মামলার শুনানি হবে।
ইডির তলব এড়াতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। ইডির হাজিরায় সাড়া দেবেন না সেকথা আগে কেন জানাননি? আদালত এই প্রশ্ন তোলে। জবাব অভিষেকের আইনজীবী জানান, পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি থাকায় তিনি হাজিরা তিনি পারছেন না। এর আগে রাজনৈতিক কর্মসূচির দিনে অভিষেককে তলব করা হয়েছে বলে অভিযোগ করেন। যদিও আদালত প্রশ্ন তোলে, হাজিরা না দেওয়ার বিষয় কেন আগে ইডিকে জানানো হয়নি ? অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন মঙ্গলবার তিনি ইডির কাছে যাবেন না।
মূলত হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার নির্দেশ ছিল, ৩ অক্টোবরের তদন্তপ্রক্রিয়া যেন কোনওভাবে বিঘ্নিত না হয়। এমনকী কেন্দ্রীয় সংস্থা যে কোনও পদক্ষেপ করতে পারবে বলেও জানায় আদালত। এদিন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন জানান অভিষেক। ইডির হাজিরা এড়ানো ও সিঙ্গল বেঞ্চের নির্দেশের ব্যাখ্যা চেয়ে আবেদন জানিয়েছেন। বুধবার সেই মামলার শুনানি হবে।